ছবি সংগৃহীত
রাজধানী মস্কোসহ রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে শনিবার রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন সামাজিক বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে জানান, মস্কোর দিকে যাওয়ার সময় আকাশে থাকা অবস্থায় একটি ড্রোন ধ্বংস করা হয়েছে।
রাশিয়ার দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ব্রায়ানস্কের সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনের ছোড়া কমপক্ষে ১২টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ওই অঞ্চলের গভর্নর আলেজান্দার বোগোমাজ টেলিগ্রামে বিষয়টি জানিয়েছেন।
কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি সমিরনভ টেলিগ্রামে আরও জানান, চালকবিহীন দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ অঞ্চলের আংশিক ইউক্রেনের দখলে।
কর্মকর্তারা বলছেন, প্রাথমিক তথ্যানুসারে ড্রোন হামলায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এসব ঘটনার সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। সূত্র: রয়টার্স