রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে ভয়ংকর মাদক ‘আইস’সহ মো. সাকিবুর নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রামপুরা থানা। এ সময় তার কাছ থেকে বিয়ার, ইয়াবা এবং গাঁজা জব্দ করা হয়েছে।
আজ রামপুরা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাতে রামপুরা থানার ব্লক-এ এলাকায় ৩ নং রোডে একজন মাদক কারবারি ভয়ংকর মাদক ‘আইস’ বিক্রি করার জন্য অবস্থান করছে বলে আমাদের কাছে তথ্য আসে। এই তথ্যের ওপর ভিত্তি করে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে মাদক কারবারি সাকিবুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে তল্লাশি করে ১০ গ্রাম আইস, ৫০ পিস ইয়াবা, এক বোতল বিয়ার, ১০ গ্রাম গাঁজা, ৮টি খালি ফেনসিডিল বোতল, ৩টি বিয়ারের খালি বোতল, ২টি নেমিরফ খালি ক্যান, ৩টি ফুয়েল পেপার, নীল রঙের ৫টি পলিব্যাগ জব্দ করা হয়।
সাকিবুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন ধরে আইস, ইয়াবা, বিয়ার ও গাঁজা ঢাকা মহানগরীসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করতেন।
গ্রেপ্তারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে ।