ইনিংসের নবম ওভারে রশিদ খানের বল লাগে নাঈমের পায়ে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কিন্তু রান নিতে গিয়ে নন-স্ট্রাইক প্রান্তে করিম জানাতের থ্রোতে আউট হন বাঁহাতি এই ওপেনার ব্যাটস্যমান। ১৯ বলে ১৩ রান করেন তিনি। খেলার ৯ ওভার না যেতেই বাংলাদেশ হারিয়ে ফেলে তিন উইকেট। রান হয়েছে মাত্র ৩৮!
বাংলাদেশ: ৪২/৩ (৯ ওভার)
২ উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ
টি-টোয়েন্টিতে এ সমস্যা যেন কাটছেই না। শুরুতে রান তোলায় পারদর্শিতা দেখাতে পারছেন না বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে মাত্র ৩৩ রান করে স্বাগতিক দল। ইনিংসের দ্বিতীয় ওভারে মুনিম (৪) ও চতুর্থ ওভারে ফেরেন লিটন (১০)। ক্রিজে আছেন নাঈম-সাকিব।
মুনিমের পর আউট লিটন
ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ৪ রানে ফেরেন মুনিম শাহরিয়ার। আর চতুর্থ ওভারের প্রথম বলে ফেরেন লিটন দাস। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করে ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন। এই ম্যাচেও ১ ছয় মেরে তেমন আভাসই দিচ্ছিলেন; কিন্তু ১০ রানে থামতে হয় তাকে। আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে ক্যাচ দেন শরফুদ্দিন আশরাফের হাতে। ক্রিজে নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান।
শুরুতেই ফিরলেন মুনিম
অভিষেকে ১৭ রান করলেও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুই অঙ্কের ঘর পার হতে পারেননি মুমিম শাহরিয়ার। মোহাম্মদ নবীর করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে মিড অফে ক্যাচ দেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১০ বলে ১ চারে মুনিমের ব্যাট থেকে আসে ৪ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিটন দাস।
শেন ওয়ার্ন-রড মার্শের স্মরণে এক মিনিট নীরবতা পালন
অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন-রড মার্শের মৃত্যুতে নীরবতা পালন করেছেন বাংলাদেশ-আফগিনাস্তিতানের ক্রিকেটাররা। ম্যাচ শুরুর আগে সাকিব আল হাসান ও রশিদ খানরা এক মিনিট নীরবতা পালন করেন। ম্যাচ শুরুর ৬ মিনিট আগে দুই দলের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা দাঁড়িয়ে নীরবতা পালন করেন। তার আগেই দাঁড়িয়ে যান গ্রাউন্ডসম্যানরা। ক্রিকেটারদের সঙ্গে গ্যালারির দর্শক ও প্রেস বক্সে কর্মরত সাংবাদিকরাও নীরবতা পালনে সামিল হন।
মুশফিকের শততম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। শনিবার (৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। আজ জিতলেই আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করবে বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে শততম টি-টোয়েন্টি খেলতে নামছেন মুশফিকুর রহিম।
টি-টোয়েন্টিতে মুশফিকের সেঞ্চুরি
ক্যারিয়ারের এক অনন্য মাইলফলকে নাম লেখালেন মুশফিকুর রহিম। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের সেঞ্চুরি করতে যাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি হতে যাচ্ছে মুশফিকের শততম ম্যাচ।
মাহমুদউল্লাহ রিয়াদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই অর্জনে নাম লেখাবেন। মুশফিকের পরেই শততম টি-টোয়েন্টি ম্যাচের হাতছানি দিচ্ছে সাকিব আল হাসানকে। বিশ্বসেরা অলরাউন্ডার খেলেছেন ৯৫ ম্যাচ।
টি-টোয়েন্টিতে মুশফিকের অভিষেক হয়েছে ২৮ নভেম্বর, ২০০৬ জিম্বাবুয়ের বিপক্ষে। এখন পর্যন্ত খেলা ৯৯ টি-টোয়েন্টিতে ১৯.৭৯ গড়ে মুশফিকের রান ১৪৬৫। সর্বোচ্চ অপরাজিত ৭২। হাফ সেঞ্চুরি ৭টি। স্ট্রাইক রেট ১১৫.৩৫।
একাদশে মুশফিক, বাদ ইয়াসির
চোট মুক্ত হয়ে বাংলাদেশ একাদশে এসেছেন মুশফিকুর রহিম, বাদ পড়েছেন ইয়াসির আলী।
মুনিম শাহরিয়ার, লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
আফগানিস্তান একদাশ
আফগান একাদশ থেকে বাদ পড়েছেন মুজিব উর রহমান ও কাঈস আহমেদ।
রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, ওসমান গনি, করিম জানাত, ফজল হক ফারুকি, শরফুউদ্দিন আশরাফ ও দারউইশ রাসুলি।
প্রথম সিরিজ জয়ের সুযোগ
আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র ৩টিতে। ভারতের দেরাদুনে খেলা তিন ম্যাচের সিরিজে সবগুলোতেই হেরে হতে হয়েছিল হোয়াইটওয়াশ। এবার নিজেদের মাঠে দুই ম্যাচের সিরিজে জয়ের হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে জিতে বাংলাদেশ এগিয়ে আছে ১-০তে। আজ জিতলেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ।
মাহমুদউল্লাহর সামনে মাইলফলকের হাতছানি
অধিনায়ক মাহমুদউল্লাহ একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২ হাজার রানের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন ১৯ রান।
র্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার লড়াই
দুই দলের জন্য ম্যাচটি অতি গুরুত্বপূর্ণ। বিশেষ করে র্যাংকিংয়ের দিক থেকে বিবেচনা করলে কেউ কাউকে ছাড় দেবে না। ২৩১ পয়েন্ট নিয়ে ৯-এ থাকা বাংলাদেশ আজ জিতলে ২৩২ পয়েন্ট নিয়ে ৮-এ উঠবে। ২ পয়েন্ট হারিয়ে ২৩০ পয়েন্ট নিয়ে আফগানিস্তান চলে যাবে ১০-এ। ভশ্নাংশ ব্যবধানে এগিয়ে ২৩০ পয়েন্ট নিয়ে ৯-এ থাকবে শ্রীলঙ্কা। আফগানিস্তান ম্যাচটি জিতে গেলে বাংলাদেশের বিপদ। ২ পয়েন্ট হারিয়ে বাংলাদেশ চলে যাবে ১০-এ। তবে সিরিজ ড্র করতে পারলে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ৭-এ উঠে যাবে অতিথিরা। ২৩৫ পয়েন্ট হবে তাদের।