রাজধানীর মৎস্য ভবনের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় দিপু সর্দার (২৮) নামের এক যুবক মৃত্যু হয়েছে। আজ সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকাল দশটার দিকে তার মৃত্যু হয়।
নিহতের সঙ্গে আসা মাহবুব জানান, নিহত ফুল কেনার জন্য শাহবাগে আসেন। ফুল কিনে যাত্রাবাড়ীর মাতুয়াইলে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দশটার দিকে মারা যান। তিনি জানান, ফুল কিনে ভ্যালেন্টাইন ডে তে বিক্রির জন্য। সে ফুল কিনেছিল বলেও জানান।
তিনি আরো জানান, নিহতের বাসা যাত্রাবাড়ীর মাতুয়াইলে। তার পিতার নাম জামাল সরদার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Facebook Comments Box