রাজধানীর মিরপুরে একটি ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রে আনে।
এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ওই ভবনের পঞ্চম তলার এসিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মিরপুর-১১ নম্বরে একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় এসিতে আগুন লাগে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।,