রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
আজ (৫ ডিসেম্বর) দুপুর ১টা ২৬ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় একটি দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রওনা দেয়। তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাটে কিছুটা দেরি হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।