পবিত্র ঈদুল আজহার নামাজের পর রাজধানীতে শুরু হয়েছে পশু কোরবানি। ধর্মপ্রাণ মুসলমানরা সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় গরু-ছাগল জবাই করছেন। সকালে ঈদের জামাত শেষেই শুরু হয় পশু কোরবানি।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হাজারো মুসল্লির অংশগ্রহণে সকাল ৭টায় ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে তানভীর সরকার নামে এক মুসল্লি জানান, গরু জবাইয়ের সব প্রস্তুতি সম্পন্ন করে নামাজ পড়তে এসেছিলাম। এখন বাসায় গিয়েই গরু কোরবানি দেব।
রাজধানীর কচুক্ষেতের স্থানীয় মসজিদে ঈদের জামাত আদায় করেন মামুনুর রশিদ। তিনি বলেন, বাড়ির নিচেই জায়গা রয়েছে। কসাই প্রস্তুত রয়েছে। পানির ব্যবস্থাও আছে। সেখানেই জবাই করা হবে।
আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহীম (আ.) এর বংশ থেকে পৃথিবীর প্রধান তিনটি ধর্মেরই গোড়াপত্তন হয়েছিল। তার স্ত্রী হাজেরা ও ছেলে ইসমাইল (আ.)-এর ত্যাগের স্মৃতি বিজড়িত উৎসবই ঈদুল আজহা।