রাজধানীতে মাটিচাপা দেওয়া অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে থানা পুলিশকে খবর দেওয়া হলে খিলক্ষেত এলাকা থেকে মরদেহটি তারা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের এডিসি ইফতেখার উজ জামান।
তিনি বলেন, খিলক্ষেত ব্রিজের ৩০০ ফিট সংযোগ সড়কের বামের একটি জায়গায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ক্রাইমসিন কাজ করছে। এখনো তরুণীর পরিচয় পাওয়া যায়নি। তবে আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে তার পরিচয় পাওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, তরুণীর কিভাবে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত তা জানা যায়নি। এ বিষয়ে টিম কাজ করছে।
এদিকে খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই রবিউল ইসলাম জানান, সকাল দশটার দিকে থানা পুলিশকে একটি নম্বর থেকে ফোন দেওয়া হয়। তাতে জানানো হয় ৩০০ ফিট এলাকায় একটি এক তরুণীর দেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। লাশ শনাক্তে তারা কাজ করছেন বলেও জানান তিনি।