ফাইল ছবি
রাজধানীর আরামবাগে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম আরাফাত ইসলাম তানভির (২০)। তিনি একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।
আজ সকাল সারে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
শুক্রবার দিনগত রাত সারে ১২টার দিকে আরামবাগ রয়েল ডিলাক্স বাসকাউন্টারের পাশে দুর্ঘটনাটি ঘটে।
নিহত তানভির নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মামুদি গ্রামের মো. আলমিনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তানভির বড়।
মৃত তানভিরের পরিচিত বড় ভাই জানান, সাকিবের বাসা দক্ষিণ কমলাপুর কবরস্থান রোডে। আবুজর গিফারি কলেজে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র ছিল। গতরাতে দুই বন্ধু সাব্বির ও অমিতকে নিয়ে আরামবাগ এলাকাতেই একটি অনুষ্ঠানে দাওয়াত খেতে যায়।
তিনি আরো জানান, দাওয়াত খেয়ে তিন বন্ধু রাস্তায় ঘুরতে বের হয়। মোটরসাইকেল চালাচ্ছিল তানভির নিজেই। আরামবাগ রয়েল ডিলাক্স বাস কাউন্টারের পাশে আসলে হাইচ মাইক্রোবাস ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় তানভির। বাকি দুজনও সামন্য আহত হয়। পরে তানভিরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়।