রাজধানীর শাহবাগে বাসের ধাক্কায় আরিয়ান ইব্রাহীম বিশ্বাস (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিকশাচালকও।
আজ ভোরে ঐ এলাকার সোনারগাঁও হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ইব্রাহিম বরিশাল জেলার উজিরপুর উপজেলার সান্টু বিশ্বাসের ছেলে। বর্তমানে পুরান ঢাকার নাজিরাবাজারে মামা কবির হোসেনের কাছে থাকতেন।
শাহবাগ থানার এসআই মো. শাহাবুদ্দিন জানান, পুরান ঢাকা থেকে রিকশাযোগে কারওয়ান বাজার যাচ্ছিলেন ইব্রাহীম।তাকে বহনকারী রিকশা সোনারগাঁও হোটেলের সামনে এলে রিকশাটিকে আচমকা সজোরে ধাক্কা মারে একটি বাস। এতে তিনি ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসক ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় রিকশাচালক মো. জালাল (৬৫) আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।,