রাজধানীর কারওয়ান বাজারে রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মো. মনির হোসেন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মনির হোসেন নোয়াখালী জেলার বাসিন্দা। বর্তমানে কারওরান বাজার কাঁচামালের আড়তে থাকতেন তিনি।
সোমবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
মনিরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা আল-আমিন জাগো নিউজকে জানান, বিমানবন্দর থেকে আশা কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত রাস্তায় পড়ে ছিলেন মনির। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়।