রাজধানীতে ট্রাকের ধাক্কায় মো. সোহাগ (২০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ মার্চ) রাতে পল্টনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে। থাকতেন খিলগাঁওয়ে। তিনি মুরগির ব্যবসায়ী ছিলেন।
ঘটনাস্থল থেকে নিহতকে হাসপাতালে নিয়ে আসা আব্দুর রহমান বলেন, ব্যাটারিচালিত ভ্যানে করে মুরগি নিয়ে বাসাবোর দিকে যাচ্ছিলেন সোহাগ। রাজউক ভবনের সামনে আসলে পেছন থেকে একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।