উত্তম চক্রবর্তী,মণিরামপুর।। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে শুক্রবার বিকালে নির্মাণাধীন বঙ্গবন্ধু ম্যুরাল পরিদর্শন করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। পরিদর্শন শেষে রাজগঞ্জ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ও বাংলাদেশ আওয়ামী লীগ আঞ্চলিক কার্যালয়ে এসে দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন তিনি।
এসময় ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার আকবর আলী, রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ, রাজগঞ্জ হাইস্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক তরুন আওয়ামীলীগ নেতা মো. শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সহকারী অধ্যাপক মিজানুর রহমান, খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ, উপজেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সোহেল রানা, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এম.এম ইমরান খান পান্না, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মশ্বিমনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক শিয়াব, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল হক তুহিন, সিরাজুল ইসলাম সিরাজ, রাজগঞ্জ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাষ্টার কামাল হোসেন, যুবলীগ নেতা রবিউল ইসলাম, শিমুল ইসলাম, শহিদুল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাজু আহম্মদ সহ এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box