১৪ এপ্রিল প্রেমিকা আলিয়া ভাটকে বিয়ে করতে চলেছেন রণবীর কাপুর। সেই বিয়ের রিসিপশন পার্টিতে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতার সাবেক দুই প্রেমিকা ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন। একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে এমন খবরই ছেপেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। বিয়ের পর ১৭ এপ্রিল হবে রণবীর-আলিয়ার রিসিপশন পার্টি।
২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউডের প্রথম সারির এই দুই তারকা। বর্তমান প্রেমিকা আলিয়া ভাটের আগে রণবীর কাপুরের প্রথমে প্রেম ছিল ক্যাটরিনা কাইফের সঙ্গে। ২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবির শুটিং সেট থেকে সেই প্রেমের সূত্রপাত। রণবীর-ক্যাটরিনার ওই ছবিটি বক্স অফিসে ভালো হিট করেছিল।
কিন্তু হিট করতে পারেননি তাদের প্রেমের সম্পর্ক। সে সময় রণবীর-ক্যাটরিনার প্রেম নিয়ে বলিউডে ব্যাপক চর্চা হলেও বেশিদিন স্থায়ী হয়নি সম্পর্ক। ব্রেকআপ হয়ে যায় দুই তারকার। এরপর দীপিকা পাড়ুকোনের প্রেমের পড়েন রণবীর। এ জুটিও বেশ কয়েকটি হিট ছবিতে জুটি বেঁধেছেন। সম্পর্কের শুরুও সেখান থেকে।
বলিউডে গুঞ্জন, ২০১৩ সালে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটি করতে গিয়ে সম্পর্কে জড়ান রণবীর-দীপিকা। কিন্তু স্থায়ী হয়নি। ২০১৫ সাল নাগাদ রণবীরের সঙ্গে সম্পর্ক ভাঙার জেরে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন দীপিকা। একাধিক সাক্ষাৎকারে এ কথা তিনি নিজের মুখে কবুলও করেছেন। চিকিৎসা করিয়ে এবং মনের জোরে আবার সেই খারাপ সময় কাটিয়েও এসেছেন।
দীপিকা এখন আরেক রণবীরের ঘরণি। অভিনেতা রণবীর সিং। দুই বছরেরও বেশি সময় প্রেম করার পর ২০১৮ সালে বিয়ে করেন তারা। অন্যদিকে, অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করে সংসার পেতেছেন রণবীর কাপুরের আরেক প্রেমিকা ক্যাটরিনা কাইফও। এ বছরই তাদের বিয়ে হয়েছে। এবার পালা রণবীর-আলিয়ার চার হাত এক হওয়ার।
এই বিয়ে নিয়ে বলিউডপাড়ায় মাতামাতি যেমন বেশি, তেমনই ধোঁয়াশারও শেষ নেই। প্রথমে শোনা গিয়েছিল চেম্বুরের পৈতৃক বাড়ি আরকে বাংলোয় বিয়ের অনুষ্ঠান হবে রণবীর-আলিয়ার। কারণ এই বাড়িতেই ১৯৮০ সালে বিয়ে করেছিলেন রণবীরের বাবা-মা ঋশি কাপুর ও নীতু কাপুর।
তাই পারিবারিক ঐতিহ্য মেনে আরকে হাউজেই সাতপাকে ঘুরবেন রণবীর-আলিয়া। এখন আবার শোনা যাচ্ছে, চেম্বুরে নয় মুম্বাইয়ের বান্দ্রার বাস্তুতে বসবে রণবীর-আলিয়ার বিয়ের আসর। তবে শেষ পর্যন্ত কোথায় গিয়ে মালাবদল করেন বলিউডের দুই তারকা, সেটাই দেখার।