ইউক্রেনে রুশ অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও কানাডার একাধিক অঙ্গরাজ্যে রুশ মদ বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে রুশ মদের বদলে ইউক্রেনের মদ বিক্রি শুরু করা হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের উটাহ ও ওহাইও অঙ্গরাজ্যে রাশিয়ার ভদকা ও অন্য অ্যালকোহলজাতীয় পানীয় বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। একই সিদ্ধান্ত নিয়েছে কানাডার তিনটি অঙ্গরাজ্য।
ক্যানাডার ওন্টারিও, ম্যানিটোবা ও নিউ ফাউন্ডল্যান্ডে সরকারি মদের দোকান থেকে রুশ পানীয় সরিয়ে নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু মার্কিন শহরে বারে এরইমধ্যে রুশ মদের পরিবর্তে ইউক্রেনীয় ভদকাকে অগ্রাধিকার দিতে শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু জানিয়ে দেন রাশিয়ান ব্র্যান্ড এবং রাশিয়ায় তৈরি কোনো মদ আর সেখানে বিক্রি করা যাবে না। রাশিয়ার মদ বয়কটের কথা জানিয়েছে ওহায়ো-ও।
উল্লেখ্য, ২০২১ সালে কানাডা প্রায় ২৯ কোটি টাকার রাশিয়ান ভদকা আমদানি করেছে। হুইস্কি, স্ট্যাটসস্কানের পর কানাডার সুরাপ্রেমীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মদ রাশিয়ান ভদকা। যুদ্ধের আবহে আপাতত সেই সুরাপ্রেম থেকে বঞ্চিত হবেন কানাডার মানুষ।