লক্ষ্মীপুরে যাত্রী সেজে মো. সবুজ নামের এক অটোরিক্সা চালককে কুপিয়ে তার অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বত্তরা। গতকাল শনিবার রাত ৯টার দিকে কমলনগর উপজেলার করাতির হাট বাজারের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই চালককে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতাল ও ভুক্তভোগী চালকের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় চর লরেন্স থেকে অপরিচিত এক যাত্রী লক্ষ্মীপুর আসার জন্য সবুজের অটোরিক্সা ভাড়া করে রওনা হন। অটোরিক্সাটি করাতির হাট বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির চাবি দিতে বলে যাত্রী। রাজি না হওয়ায় চালক সবুজকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশে-পাশের লোকজন এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। এসময় ছিনতাইকারী পালিয়ে যায়।
এ ব্যাপারে কমলনগর থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।