মোঃ খলিলুর রহমান, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে করোনাকালীন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আর্থিক সহায়তা (২য় পর্যায়) চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) আয়োজনে শনিবার ( ৯ জুলাই) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মাঝে এই চেক বিতরণ করা হয়।
চেক বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান।
এমইউজে সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক অমিত রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজে সহ-সভাপতি মোশারফ হোসেন, এমইউজে সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, বিএফইউজে নির্বাহী পরিষদ সদস্য শাহীদুল আলম খসরু প্রমুখ। এসময় এমইউজের সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box