দিনাজপুরের চিরিরবন্দরে ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোরে উপজেলার মোহনপুর ব্রিজের পূর্বপাশে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে দিনাজপুরমুখী যাত্রীবাহী একটি বাস মোহনপুর ব্রিজের পূর্বপাশের গার্ডার ভেঙে খাদে পড়ে যায়। স্থানীয়রা খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ভেতর থেকে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করে। এছাড়াও প্রায় ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।