বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পাঁচ জন আহত হয়েছেন।
আহত ওই পাঁচ জন হলো-শহরের সেউজগাড়ী এলাকার মাছুম মন্ডলের ছেলে রিয়াদ (২৪), বাপ্পী (২৪), সেউজগাড়ী এলাকার সামিউল (১৮) ও শাজাহানপুরের চকদোহার এলাকার মৃত অজির আকন্দের ছেলে বাসেদ (৬৫)। এছাড়াও এই ঘটনায় সিয়াম (২২) ও রাশেদ (২৪) নামে আরও দুইজন পড়ে গিয়ে আঘাত পেয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে শহরের স্টেশন রোডে হরিজন কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেছেন স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হরিদাস মন্ডল। পুলিশের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে খান্দার এলাকার তরু নামের এক যুবকের মোটরসাইকেলের সাথে আহত রিয়াদের মোটরসাইকেল সামনা-সামনি ধাক্কা লাগে। তখন সেখানে তাদের মধ্যে ঝামেলা হয়। এক পর্যায়ে তারা স্থানীয় লোকজনের মাধ্যমে চলে আসে। এরপর রাত পৌনে ৯টার দিকে আগের ঘটনাকে কেন্দ্র করে তরুসহ কয়েকজন মিলে তাদের ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় এলাকার লোকজন ও পরিবার তাদের আহত অবস্থায় উদ্ধার করে দু’জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর দু’জনকে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনও থানায় আহতদের পরিবার কোন লিখিত অভিযোগ করেনি। দুর্বৃত্তদের গ্রেফতারের অভিযানে নেমেছে পুলিশ।