মুরগির খামারের পাশে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিদেশি অস্ত্র উদ্ধার,৩ যুবক গ্রেফতার

রাজশাহীতে মুরগির খামারের পাশে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিদেশি অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তিন যুবককে গ্রেফতার করা হয়। আজ (৭ অক্টোবর) দুপুরে র্যাব-৫ এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য জানিয়েছেন। 

 

এর আগে, আজ ভোর পৌনে ৬টার দিকে নগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকালে ৪টি বিদেশি রিভলবার, ৩টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড তাজা গুলি, ৪ রাউন্ড গুলির খোসা, ১ কেজি ১০০ গ্রাম গান পাউডার, ৭৫০ গ্রাম পাথর, স্প্লিন্টার হিসেবে ব্যবহৃত লোহার বল ও তারকাটা, দুইটি মোবাইল ফোন ও ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

 

গ্রেফতাররা হলেন—নগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর এলাকার আব্দুল মতিনের ছেলে আতিকুর রহমান ওরফে আতিক (৩৫), তার সহযোগী নগরীর মতিহার থানার চরকাজলা এলাকার ঝড়ুর ছেলে শাহীন আলী (২৫) ও ধরমপুর পূর্বপাড়ার নেকছার আলীর ছেলে শহিদুল (২৬)।

 

সংবাদ সম্মেলনে রিয়াজ শাহরিয়ার বলেন, র‌্যাব-৫ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজশাহীতে একটি বড় অস্ত্রের চালান সীমান্তবর্তী চর এলাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় এসেছে। এ তথ্য পাওয়ার সাথে সাথে র্যাব-৫ এর সিপিএসসি টিম তাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

 

এরই ধারাবাহিকতায় র্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে নগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য আতিককে হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

পরে আতিকের দেওয়া তথ্যমতে, তার মুরগির খামারের পাশের একটি ছোট ঘর থেকে আসামী নিজের হাতে অস্ত্র গুলো বের করে দেয়। ঘরটির ভেতর দিক দিয়ে কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। একই সাথে তার মুরগির খামারে রাখা ককটেল বানানোর বিভিন্ন উপকরণগুলোও উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে তানজিম (২৭) ও আব্দুর রহিমের (২৮) মাধ্যমে অস্ত্র-গুলি ও বিস্ফোরক দ্রব্যাদি সংগ্রহ করে স্বাধীনতা বিরোধী চক্রকে শক্তিশালী করার লক্ষ্যে ঐ সকল চক্রের বিভিন্ন কর্তা ব্যক্তিদেরকে সরবরাহ করতো। এদের মূল লক্ষ্য হচ্ছে রাজশাহী তথা বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করা।

 

র‌্যাব-৫ অধিনায়ক আরও বলেন, সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান যা র্যাব কর্তৃক আটক করা হয়েছে। এরা অত্র এলাকার চিহ্নিত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। এদের গ্রেফতারের মাধ্যমে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করে তা আবার সকলকে মনে করিয়ে দিতে চায়।

 

গ্রেফতারদের বিরুদ্ধে নগরীর কাটাখালি থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : সেনা সদর

» আশুরা-তাজিয়া মিছিলে অংশ নিতে ডিএমপির একগুচ্ছ পরামর্শ

» স্ত্রীর কিডনিতে জীবন ফিরে পেয়ে পরকীয়ায় জড়ালেন স্বামী!

» যুবককে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

» স্বাস্থ্য অধিদফতরকে ১৯ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট দিল চীন

» পেন্টাগনের মূল্যায়ন: কতোটা ক্ষতি হলো ইরানের পারমাণবিক কর্মসূচির?

» সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মাউশির

» ইতালির নাগরিক তাবেলা হত্যা: ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

» টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ

» এইচএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ছিনতাই

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মুরগির খামারের পাশে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিদেশি অস্ত্র উদ্ধার,৩ যুবক গ্রেফতার

রাজশাহীতে মুরগির খামারের পাশে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিদেশি অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তিন যুবককে গ্রেফতার করা হয়। আজ (৭ অক্টোবর) দুপুরে র্যাব-৫ এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য জানিয়েছেন। 

 

এর আগে, আজ ভোর পৌনে ৬টার দিকে নগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকালে ৪টি বিদেশি রিভলবার, ৩টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড তাজা গুলি, ৪ রাউন্ড গুলির খোসা, ১ কেজি ১০০ গ্রাম গান পাউডার, ৭৫০ গ্রাম পাথর, স্প্লিন্টার হিসেবে ব্যবহৃত লোহার বল ও তারকাটা, দুইটি মোবাইল ফোন ও ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

 

গ্রেফতাররা হলেন—নগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর এলাকার আব্দুল মতিনের ছেলে আতিকুর রহমান ওরফে আতিক (৩৫), তার সহযোগী নগরীর মতিহার থানার চরকাজলা এলাকার ঝড়ুর ছেলে শাহীন আলী (২৫) ও ধরমপুর পূর্বপাড়ার নেকছার আলীর ছেলে শহিদুল (২৬)।

 

সংবাদ সম্মেলনে রিয়াজ শাহরিয়ার বলেন, র‌্যাব-৫ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজশাহীতে একটি বড় অস্ত্রের চালান সীমান্তবর্তী চর এলাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় এসেছে। এ তথ্য পাওয়ার সাথে সাথে র্যাব-৫ এর সিপিএসসি টিম তাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

 

এরই ধারাবাহিকতায় র্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে নগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য আতিককে হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

পরে আতিকের দেওয়া তথ্যমতে, তার মুরগির খামারের পাশের একটি ছোট ঘর থেকে আসামী নিজের হাতে অস্ত্র গুলো বের করে দেয়। ঘরটির ভেতর দিক দিয়ে কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। একই সাথে তার মুরগির খামারে রাখা ককটেল বানানোর বিভিন্ন উপকরণগুলোও উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে তানজিম (২৭) ও আব্দুর রহিমের (২৮) মাধ্যমে অস্ত্র-গুলি ও বিস্ফোরক দ্রব্যাদি সংগ্রহ করে স্বাধীনতা বিরোধী চক্রকে শক্তিশালী করার লক্ষ্যে ঐ সকল চক্রের বিভিন্ন কর্তা ব্যক্তিদেরকে সরবরাহ করতো। এদের মূল লক্ষ্য হচ্ছে রাজশাহী তথা বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করা।

 

র‌্যাব-৫ অধিনায়ক আরও বলেন, সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান যা র্যাব কর্তৃক আটক করা হয়েছে। এরা অত্র এলাকার চিহ্নিত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। এদের গ্রেফতারের মাধ্যমে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করে তা আবার সকলকে মনে করিয়ে দিতে চায়।

 

গ্রেফতারদের বিরুদ্ধে নগরীর কাটাখালি থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com