পাকিস্তানের ক্ষমতা থেকে বিদায়ের এক দিন পর মুখ খুললেন ইমরান খান। রোববার এক টুইটে তিনি বলেছেন, ‘শাসন পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার শুরু হচ্ছে স্বাধীনতা সংগ্রাম।’
শনিবার রাতে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা। অনাস্থা ভোটে হেরে যাওয়ায় রোববারই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। এর আগে ইমরান অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে হঁটানোর জন্য বিরোধী দলগুলোকে পরামর্শ দিয়েছে। আর বিরোধী দলগুলো নিজেদের স্বার্থ সিদ্ধির আশায় সেই ষড়যন্ত্রে যোগ দিয়েছে।
রোববার টুইটে ইমরান খান বলেছেন, ‘১৯৪৭ সালে পাকিস্তান নামের স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়; কিন্তু শাসন পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার স্বাধীনতা সংগ্রাম শুরু হলো।
পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতা বলেছেন, ‘সবসময় জনগণই দেশের স্বার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য লড়াই করেছে।’