অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ভিন্নধর্মী গল্পের একটি নাটকে অভিনয় করেছেন সম্প্রতি। নাটকের নাম ‘মুখোশের আড়ালে’। বিলাসী মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ নাটকের গল্প ভাবনা ইমরান হোসেন মিশুর। এর চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান টিংকু। এতে প্রভার বিপরীতে অভিনয় করেছেন সজল। নাটকটির নির্বাহী প্রযোজক মৌসুমী হামিদ। নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের সহজ সরল সুন্দরী মেয়ে রুক্সি। তার স্বপ্ন সিনেমার নায়িকা হবে।
এ নিয়ে সারাদিন তার জল্পনা-কল্পনার শেষ নেই। কিন্তু তার এই স্বপ্ন সফল হবে কীভাবে তা সে জানে না। এমনই এক সময় আশার আলো হয়ে সামনে এসে দাঁড়ায় তারই প্রতিবেশী রবিন। রবিন ঢাকা শহরে থাকে, মাঝে মধ্যে গ্রামে আসে। রুক্সির মনের স্বপ্নপূরণের চেরাগ জ্বালিয়ে দেয় রবিন! তার সঙ্গে মিডিয়ার অনেক নামকরা পরিচালকদের সঙ্গে সম্পর্ক আছে, এই বলে রুক্সিকে পটিয়ে ফেলে! নায়িকা বানানোর প্রতিশ্রুতিও দেয় সে। এভাবেই মিথ্যা আশ্বাসের জালে আটকে ফেলে রুক্সিকে নিয়ে ঢাকায় আসে রবিন। রবিন রুক্সিকে একটি যৌনপল্লীতে বিক্রি করে দিয়ে কেটে পড়ে। এভাবেই টান টান উত্তেজনা নিয়ে এগুতে থাকে ‘মুখোশের আড়ালে’ নাটকের গল্প। এতে সজল-প্রভা ছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার, শাওন, অরণ্য, পৃথিবী, নিকিতাসহ আরও অনেকে। নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ।