বলিউডে ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান। যিনি এখনও তার অভিনয় দিয়ে মুগ্ধ করে যাচ্ছেন ভক্তদের। তিনি অভিনয় ছাড়াও করেছেন গান। তিনি বরাবরই তার সুরেলা কণ্ঠে গান গেয়ে ভক্তদের তাক লাগিয়েছেন।
এবার তার গাওয়া আরেকটি নতুন গান মুক্তি পেলো।
শুক্রবার ‘ডান্স উইথ মি’ গানটির টিজার তার অফিশিয়াল ইউটিউবে প্রকাশ করে। মুহূর্তেই ভাইরাল হয় টিজারটি। আজ শনিবার (২৯ জানুয়ারি) গানটি মুক্তি পায়। গানটির ভিজ্যুয়ালে দেখা যায় শাহরুখ ও আমির খানসহ সালমানের বন্ধুদের ফুটেজ।
রয়েছেন সালমানের পরিবারের সসস্যরা। গানটির ভিডিওতে ছিল সালমানের ফিরে দেখা সব ফুটেজ।
গানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই প্রশংসায় ভাসছেন ভাইজন। সেইসাথে ভক্তরা সালমানের মিষ্টি সুরের প্রশংসাও করছেন। তার অনুরাগীরা সবসময় অপেক্ষায় থাকে তার সিনেমা কিংবা গানের জন্য।,