প্রিমিয়ার লীগে বরাবরই দারুণ সময় কাটাচ্ছে মাশরাফি বিন মুর্তজার দল লিজেন্ডস অব রূপগঞ্জ। মঙ্গলবার (১২ এপ্রিল) শেরে বাংলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে নিজেদের উজ্জীবিত করল মাশরাফির দল।
সকালে টস জিতে রুপগঞ্জকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানা ব্রাদার্স। ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় রূপগঞ্জ। ওপেনার তানজিদ হাসানকে ৪ রানে ফেরান ইরফান হোসেন।
চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ব্যাটার চিরাগ জানিকেও মাত্র ৮ রানে ফেরান ইরফান। দলের বিপাকে বাকিরাও হতাশ করেছেন। দলের পক্ষে ৪৫ রানের ইনিংস খেলেন নাঈম ইসলাম।
সাব্বির রহমান জ্বলে উঠলেও লম্বা করতে পারেননি ইনিংস। দলীয় সর্বোচ্চ ৪৬ রান করেন ৩০ বলে। এ ছাড়া ২৪ রান আসে রাকিবুল হাসান নয়নের ব্যাটে। শেষ দিকে তানভির হায়দার করেন ১৪ রান। ৪৪.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে লিজেন্ডসরা।
ব্রাদার্সের পক্ষে ৪ উইকেট নেন ইরফান হোসেন। ২টি করে উইকেট নেন চতুরাঙ্গা ডি সিলভা ও সোহাগ গাজী। ১টি করে উইকেট নেন আবু হায়দার ও সাকলাইন সজিব।
জবাবে ব্যাট করতে নেমে চিরাগ জানি, নাঈম ইসলামদের বোলিং তোপে বিধ্বস্ত হতে হয় ব্রাদার্স ইউনিয়নকে। লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ইমতিয়াজ হোসেন (৮) বোল্ড হন নাবিল সামাদের বলে। এরপর মোহাম্মদ আশরাফুলকে ৭ রানে ফেরান নাঈম ইসলাম।
নিজের প্রথম ওভার করতে এসে প্রথম বলেই ওপেনার সাদিকুর রহমানকে ১৬ রানে ফেরান মাশরাফী বিন মোর্ত্তজা। ব্যাটিং বিপাকে দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন আসে চতুরাঙ্গা।
শেষ পর্যন্ত ২২.২ ওভারে সব উইকেট হারিয়ে ৮৫ রানে গুটিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। ৮৩ রানে জিতে ৯ ম্যাচে ৭ জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।