ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া বন্দর শহর মারিউপোলে গণহত্যা লুকানোর চেষ্টা করছে।
সোমবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, কিয়েভ অঞ্চলে (বুচায়) গণহত্যা প্রকাশ হওয়ার পর দখলদাররা অপরাধ ঢাকতে ভিন্ন চেষ্টা করতে পারে। এ সময় তিনি বলেন, তারা ইতোমধ্যে মারিউপোলে বেসামরিক নাগরিকদের গণহত্যা লুকাতে মিথ্যা প্রচারণা শুরু করেছে।
জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেন, তারা সাক্ষাৎকার নেবে, রেকর্ডিং এডিট করবে এবং অন্য কেউ হত্যা করছে সাজাতে মানুষদের হত্যা করবে।