মানিকগঞ্জে পিস্তল ও কার্তুজসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জের সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ম্যাগজিনসহ একটি পিস্তল ও দুইটি কার্তুজসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় আরো চারজন কৌশলে পালিয়ে যান।

 

আজ  বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার পুরান বাইচাল গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে অপি হোসেন ওরফে বাবু (৩৭) ও সাটুরিয়া উপজেলার পশ্চিম চরতিল্লী গ্রামের মো. হাসমত আলীর ছেলে মো. আরিফ (৩১)। পলাতক আসামিরা হলেন- সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত কালু শেখের ছেলে মো. হাবিবুল্লাহ ওরফে হবি (৪৬), চান্দইর (গড়পাড়া) গ্রামের মৃত ভুলু মিয়ার ছেলে সাদেক মিয়া (৪৪), পাঞ্জনখাড়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে নুর হোসেন (৪১) ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মেদিরাবাদ গ্রামের আ. রহিম মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (৩৭)।

 

নজরুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল বিশ্বনাথপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়ির দক্ষিণ পাশের গোয়াল ঘরের মাচা থেকে পিস্তল ও কার্তুজসহ বাবুকে ১৬ মার্চ রাত সাড়ে নয়টার সময় গ্রেফতার করে। এ সময় অন্য চারজন অভিযানের কথা জানতে পেরে কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তার বাবুর তথ্যানুসারে আরিফকে ১৭ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।,

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি

» স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন সাকিব-তামিমরা

» কারিনা ‘আউট’, পূজা ‘ইন’

» ঈদে অনলাইনে যেভাবে কাটবেন ট্রেনের টিকিট

» ফের তৎপর ‌‌খড় পার্টি টার্গেটে নারীরা, নিজ ইচ্ছাতেই খুলে দেয় সবকিছু

» এ সপ্তাহেই দেখা যাবে সারিবদ্ধ ৫ গ্রহ

» বঙ্গবন্ধুর প্রতি আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

» জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

» ভটভটি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালকের মৃত্যু

» ঢাকার অপহৃত স্কুল ছাত্রীকে কক্সবাজারের থেকে উদ্ধার,গ্রেফতার১

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মানিকগঞ্জে পিস্তল ও কার্তুজসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জের সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ম্যাগজিনসহ একটি পিস্তল ও দুইটি কার্তুজসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় আরো চারজন কৌশলে পালিয়ে যান।

 

আজ  বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার পুরান বাইচাল গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে অপি হোসেন ওরফে বাবু (৩৭) ও সাটুরিয়া উপজেলার পশ্চিম চরতিল্লী গ্রামের মো. হাসমত আলীর ছেলে মো. আরিফ (৩১)। পলাতক আসামিরা হলেন- সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত কালু শেখের ছেলে মো. হাবিবুল্লাহ ওরফে হবি (৪৬), চান্দইর (গড়পাড়া) গ্রামের মৃত ভুলু মিয়ার ছেলে সাদেক মিয়া (৪৪), পাঞ্জনখাড়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে নুর হোসেন (৪১) ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মেদিরাবাদ গ্রামের আ. রহিম মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (৩৭)।

 

নজরুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল বিশ্বনাথপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়ির দক্ষিণ পাশের গোয়াল ঘরের মাচা থেকে পিস্তল ও কার্তুজসহ বাবুকে ১৬ মার্চ রাত সাড়ে নয়টার সময় গ্রেফতার করে। এ সময় অন্য চারজন অভিযানের কথা জানতে পেরে কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তার বাবুর তথ্যানুসারে আরিফকে ১৭ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।,

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :

Design & Developed BY ThemesBazar.Com