মানিকগঞ্জ সদর উপজেলার নারাঙ্গাই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কথিত সাংবাদিকসহ চার চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন—মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব মকিমপুর গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে জাকির হোসেন (২৪), একই উপজেলার নারাঙ্গাই এলাকার মৃত হাজী আনসার আলীর ছেলে ফেরদৌস হোসেন বাবু (৫৬), তার স্ত্রী জাকিয়া ফেরদৌস (৪১) এবং পশ্চিম দাশরা এলাকার দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলাউদ্দিন রায়হানের ছেলে কথিত সাংবাদিক জুবায়ের হোসেন জাদু (৩৪)।
রোববার রাতে তাদের গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।
আরিফ হোসেন জানান, শনিবার (১২ মার্চ) রাতে নারাঙ্গাই এলাকার ফেরদৌস হোসেন বাবুর বাসার ভাড়াটিয়া জাকির হোসেন এক নারীকে পূর্ব পরিচয়ের জের ধরে ধর্ষণ করেন। ঘটনা টের পেয়ে বাড়ির মালিক বাবু, তার স্ত্রী জাকিয়া ও কথিত সাংবাদিক জাদু ভিকটিম ও জাকিরকে ভয়-ভীতি দেখিয়ে আটকে রাখেন। এ ঘটনা তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংবাদপত্রে প্রকাশ করে দেবেন বলে হুমকি দিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। ভিকটিম মোবাইলে টাকা আনার কথা বলে কৌশলে র্যাব অফিসে কল করে বিস্তারিত জানান।
ভিকটিমের তথ্য অনুসারে ঘটনাস্থল থেকে রোববার বিকেলে তাকে উদ্ধারসহ ধর্ষক ও চাঁদাবাজদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।,