কিশোরগঞ্জে মানবপাচার চক্রের প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের (পিপিএম) রোববার বেলা সাড়ে ১১টায় গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিনহাজ উদ্দিন (৪২) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বরাটিয়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, দীর্ঘ দিন ধরে কিছু অসাধু দালাল সৌদি আরব ও রোমানিয়ায় উন্নত জীবনের মিথ্যা প্রলোভন দেখিয়ে অসহায় বাংলাদেশিদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় মানবপাচার বিরোধী আইনে একটি মামলা করা হয়।
মামলার পরে উক্ত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের প্রধান আসামি মিনহাজ উদ্দিন গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের (পিপিএম) বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনহাজ উদ্দিন জানায়, সৌদি আরব ও রোমানিয়ায় মিথ্যা চাকরির প্রলোভন দেখিয়ে নিরীহ মানুষদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে ৩-৪ লাখ টাকা আদায় করা হতো। পরে মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজসে মোটা অংকের টাকা দাবি করা হতো।