মাদারীপুরের কালকিনি উপজেলায় জহিরুল সরদার (১৬) নামে একজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জহিরুল সরদার কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরুদ্দির চর গ্রামের কাতার প্রবাসী বারেক সরদারের ছেলে। সমিতির হাট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বারেক সরদার দীর্ঘদিন ধরে কাতারে অবস্থান করছেন। তার অবর্তমানে বাড়িতে স্ত্রী কোহিনুর বেগম (৪০) ও ছেলে জহিরুল বসবাস করতেন। আজ (বৃহস্পতিবার) সকালে জহিরুল ঘুম থেকে না ওঠার কারণে তাকে ডাকতে যায় তার চাচাত ভাই সবুজ সরদার। এসময় সাড়া শব্দ না পেয়ে সবুজ শয়ন কক্ষে গেলে জহিরুলের গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ জহিরুলের মরদেহ উদ্ধার করে।
কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, জহিরুল একটি তিন রুমের বিল্ডিংয়ের এক রুমে থাকতো। প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে তার কোন সাড়া না পেয়ে পরে ঘরের ভিতরে গেলে তার কম্বল দিয়ে ঢাকা মৃতদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে নিহতের মা কোহিনুর বেগম দাবী করেছেন, তার ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের তেমন কোন শত্রু নেই। তিনি হত্যাকারীদের শাস্তি দাবী করেন।
মাদারীপরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মাররা বলেন, ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পুলিশি তদন্ত ও ময়নাতদন্তেন পরে বিস্তারিত জানা যাবে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে কাজ শুরু করেছে।