ফাইল ছবি
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক লিটন হাওলাদার (৪৫) নামে এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ।
সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামি লিটন হাওলাদার মাদারীপুর সদর উপজেলার মধ্য খাগদী এলাকার মফিজ হাওলাদারের ছেলে। সাজা হওয়ার পরে লিটন গত আট মাস ধরে পলাতক ছিলেন।.
জানা যায়, হিরোইন বিক্রির অভিযোগে ২০১৮ সালের ১৭ মে ঢাকার কদমতলী থানায় লিটনকে আসামি করে একটি মামলা হয়। এই মামলায় ঢাকা বিশেষ ট্রাইবুনাল আদালত আসামি লিটন হাওলাদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজা প্রদান করার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। ,
এরপর আদালত সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করার জন্য মাদারীপুর সদর থানার পুলিশকে নির্দেশনা দেন। এরই পরিপেক্ষিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করা হয় ।