মুজিবনগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ফরজ আলী মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল জানান, মুজিবনগর উপজেলার তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাদক বিক্রি করার উদ্দেশ্যে এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিব নগর থানা পুলিশের একটি দল অভিযান চালায়।
এ সময় তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী রাস্তায় ফরজ আলীকে ব্যাগ হাতে ঘুরতে দেখা যায়। থানা পুলিশের দলটি তাকে আটক করে। এ সময় তার হাতে থাকা ব্যাগ থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।