ফাইল ফটো
মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে রাসেল নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্যালকের বিরুদ্ধে।
আজ ভোর ৬টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল স্থানীয় রশিদ খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেলের স্ত্রীর বড় ভাই মো. শেখ রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক থেকে ফিরিয়ে আনতে তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন রাসেল। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার ভোরে রুদ্রপাড়া এলাকায় বসতঘরে ঘুমন্ত রাসেলের মাথায় কুড়াল দিয়ে কোপ দেন রহমান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোহার জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার জানান, মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত রহমান।