বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা আশ্রয়ন প্রকল্পের ঘরের ভিটি মাটি কাটার সময় মাটির নিচ থেকে ১ হাজার ৫শ’ ৫৪ টি গুলি উদ্ধার করা হয়েছে। থ্রি নট থ্রি রাইফেলের পরিত্যক্ত গুলিগুলো মরিচা পড়া বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার সকালে ওই উপজেলার কালুপাড়া গ্রামের সেন বাড়ীর পরিত্যক্ত ভিটায় শ্রমিকরা আশ্রয়ন প্রকল্পের ঘরের কাজ করতে গিয়ে মাটির বেড কাটার সময় মরিচা ধরা ১ হাজার ৫শ’ ৫৪ টি রাইফেলের গুলি উদ্বার করে।
তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়া হলে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেনের উপস্থিতিতে গুলি গননা করে পুলিশকে বুঝিয়ে দেয় স্থানীয়রা। পুলিশ গুলিগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। মুক্তিযুদ্ধের সময় রাজাকার ক্যাম্পে ব্যবহৃত গুলি সেখানে রাখা হতে পারে বলে ধারনা পুলিশের। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার।