আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার (১৪মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন । প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন, সাবেক ভাইস চেয়ারম্যান মীর ফরহাদুল আলম মনি, চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী।
এসময় ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box