নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার রাত ১০টার দিকে ইসদাইর একটি আবাসিক এলাকায় শরিফুল আলমের তুলার গোডাউনে এঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে পুড়ে যায় গোডাউন ও ভেতরে থাকা সব মালামাল। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ২০/২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষের দাবী।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিং চলছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না।