টাঙ্গাইলের ভূঞাপুরে গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার পৌর এলাকার চর বামনহাটা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চর বামনহাটা গ্রামের আব্দুল হামিদ, খলিলুর রহমান, ইউসুফ আলী, মো. বাবলু, মো. চান্দু শেখ ও শেখ রাসেল।
ভূঞাপুর থানার এস.আই জেলকদ জানান, রাতে চরবামনহাটায় আব্দুল হামিদের ঘরে মাদক সেবন ও বিক্রি করছিল তারা। পরে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। রবিবার সকালে তাদেরকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।,