ছেলেদের কারও পরনে হলুদ কারও আবার লাল পাঞ্জাবি। মেয়েদের পরনে হিমুর হলদে শাড়ি। মানুষের মতো এমনিভাবে প্রকৃতিও সেজেছে। চারিদিকে শিমুল, পলাশ আর বাহারি ফুলের সমাহার। এত সব আয়োজন বসন্ত এসেছে বলে। সঙ্গে নিয়ে এসেছে ভালোবাসা দিবস। দুই দিবসের জয়গানে হৃদয়ে হৃদয় আর হাতে হাত রেখে আজ এক যুগল ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে ‘হ্যাপি ভ্যালেনটাইন্স ডে’ জানাচ্ছেন। সূূএ:আরটিভি
এ ভালোবাসা দিবস ও বসন্তের দিনে ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে দেখা যায় একদল হিমু চরিত্রের মতো গায়েহলুদ পাঞ্জাবি পরা ছেলে এবং হলুদ শাড়ি পরা মেয়েরা দলবেঁধে অড্ডা দিচ্ছেন। দেখে মনে হবে তারা বসন্তের দিনে ভালোবাসার উচ্ছ্বাস করছেন। তাই করেছেন তবে সহপাঠীর গায়েহলুদের মধ্য দিয়ে। বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া ইয়াসমিন রিয়ার গায়েহলুদ নিয়ে সহপাঠীদের এ আয়োজন।
ক্যাম্পাসের জিমনেসিয়ামের সামনে ছোট পরিসরে একটা স্টেজ। তাতে বসে আছেন বধূ রিয়া। তাকে ঘিরে বন্ধুদের যত আয়োজন। কেউ নববধূর সঙ্গে সেলফি তুলছেন কেউবা নাচছেন। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে সে সময় ভিড় জমায় প্রেমিক যুগল।
তার সহপাঠীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, ব্যস্ততার জন্য আমরা সবাই বন্ধুরা হয়তো বিয়েতে থাকতে পারব না। তাই মজা করেই এই গায়েহলুদের আয়োজন। এটা আসলে বন্ধুদের ভালোবাসার বন্ধন। আগামী ১৮ ফেব্রুয়ারি রিয়ার পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে। এ উপলক্ষে ভালোবাসা দিবস ও বসন্তের দিনে এই গায়েহলুদের অনুষ্ঠানের আয়োজন।
রিয়ার বান্ধবী শাপলা খাতুন বলেন, রিয়া আমাদের একজন ভালো বান্ধবী। আমরা সবাই ওকে ভালোবাসি। বসন্ত ও ভালোবাসা দিবসে বন্ধুত্বের ভালোবাসাকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পাসে গায়েহলুদের অনুষ্ঠান।
নববধূ সুমাইয়া ইয়াসমিন রিয়া বলেন, শহর থেকে এসে ক্যাম্পাসে আমার গায়েহলুদ হবে। এটা কখনো ভাবতে পারিনি। আমার সহপাঠীদের ভালোবাসায় আমি মুগ্ধ।