কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভাইকে মারধরের প্রতিবাদ করাই ননদকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় ছয়সূতী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার ছয়সূতী এলাকার শাহজাহান মিয়ার স্ত্রী নাছিমা, নাছিমার ছোট বোন নার্গিস বেগম ও নাছিমার মেয়ে সাথী আক্তার।
জানা গেছে, সোমবার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী শাহজাহান মিয়াকে মারধর করেন স্ত্রী নাছিমা। এ ঘটনায় মঙ্গলবার সকালে ভাইয়ের পক্ষে এসে প্রতিবাদ করে বোন আছমা ও নাদিরা। এতেই আছমার সঙ্গে ভাবি নাছিমার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নাছিমা, তার মেয়ে সাথী ও ছোট বোন নার্গিস মিলে আছমাকে কিল ঘুষি মারেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন আছমা। একই সঙ্গে আছমার নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।