ফাইল ছবি
শেরপুরে ভটভটি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক মারা গেছেন। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ (২৬ মার্চ ) সকালে শেরপুর পৌরশহরের নৌহাটা এলাকার শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক রবিউল ইসলাম নৌহাটা এলাকার হাতেম আলীর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহম্মেদ বাদল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কে শেরপুরগামী পণ্য বোঝাই একটি ভটভটি আরেক ভটভটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিচালক রবিউল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহম্মেদ বাদল বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠায়। একজন চালক মারা গেছেন। আহত আরেকজন হাসপাতালে ভর্তি আছে। শেরপুর-ঝিনাইগাতী সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।