পাইপ লাইনে লিকেজ থাকায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ রাখা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে গ্যাস সরবরাহ। মঙ্গলবার (১৪ জুন) ভোর সোয়া ৪টার দিকে গ্যাস সরবরাহ চালু হয়। এর আগে সোমবার রাত পৌনে ১২টার দিকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাস সরবরাহের ৬ ইঞ্চি মেইন পাইপ লাইন লিকেজ হয়ে যায়। সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মৌলভী বাড়ি পাঠানপাড়া এলাকায় লাইনে এই লিকেজ হয়। সারারাত লাইন মেরামত কাজ করার পর ভোরে জেলা শহরে গ্যাস সরবরাহ শুরু হয়।
বাখরাবাদ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আলম জানান, কুমিল্লা থেকে টিম এসে সংযোগ মেরামতের কাজ করেছে। মেরামত শেষে গ্যাস সরবরাহ শুরু হয়।,