ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে সেহেরির পরে গুলি করে হত্যার ঘটনায় শরীফুল (২৫) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে ঐ গ্রামের মারফত আলীর ছেলে ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ বলেন, গ্রেপ্তার শরীফুলের স্ত্রীর সাথে নিহত ব্যবসায়ী সুমনের অনৈতিক সম্পর্ক থাকার কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে সে স্বীকারোক্তিতে জানিয়েছে। হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
উল্লেখ্য, বাঘাউড়া গ্রামের বাজারে একটি ফার্নিচারের দোকান ছিল। গত (৪ এপ্রিল) সোমবার ভোর ৫টায় দিকে সেহেরির পর গুলিতে ব্যবসায়ী সুমন নিহত হন। ওই গ্রামের একটি বাড়িতে সে বেশ কয়েক বছর ধরে ভাড়া থাকতেন। সে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।