ক’দিন আগেই আমেরিকা ও দুবাই সফর শেষে দেশে ফিরেছেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। ডিসেম্বরের শেষের দিকে তিনি দেশ ছাড়েন আমেরিকার উদ্দেশ্যে। সেখানে ক্রিসমাস ও থার্টিফার্স্ট নাইট কাটিয়ে দুবাইয়ে কিছুদিন থেকে দেশে ফেরেন তিনি। তবে এবারের সফরের উদ্দেশ্য তার পারিবারিক ব্যবসা। পাশাপাশি ঘোরাঘুরিও করেছেন। এদিকে দেশে ফিরেই তিনি ব্যস্ত হচ্ছেন কাজে। নতুন কয়েকটি ছবির প্রস্তাব রয়েছে তার হাতে। তবে বুঝেশুনে তবেই ছবি করার সিদ্ধান্ত নিতে চান তিনি।
অধরা বলেন, কয়েকটি ছবি ও ওয়েব সিরিজের প্রস্তাব রয়েছে। তবে এখনো করার সিদ্ধান্ত নেইনি। কারণ গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল কাজ করতে চাই। অযথা গতানুগতিক কাজ করার পক্ষে আমি নই। এদিকে অধরা গত বছর কলকাতার একটি ছবির অনেকখানি কাজ শেষ করে ফিরেছেন। করুণাক্কর পরিচালিত এ ছবির কাজ গত বছরই হয়েছে মালদ্বীপ ও মুম্বইয়ে। খুব দ্রুতই ছবির বাকি অংশের কাজ হবে বলে জানালেন অধরা। এদিকে দেশে মুক্তির অপেক্ষায় আছে ‘বর্ডার’ ছবিটি। এ ছবিটি পরিচালনা করেছেন সৈকত নাসির। এছাড়াও ‘কোভিড নাইনটিন ইন বাংলাদেশ’ এবং ‘গিভ এন্ড টেক’ ছবির কাজও করেছেন অধরা। এগুলোর বাকি কাজও দ্রুত শুরুর কথা। অধরা বলেন, দেশের ছবিগুলোর শুটিংয়ের ব্যাপারে আগামী দু’-চারদিনের মধ্যেই সিদ্ধান্ত হবে। দু’টি ছবির গল্পই ভালো। আমাকেও চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে। আশা করছি খুব ভালো কিছু হবে। সূএ:মানবজমিন
Facebook Comments Box