টলিউড নায়িকা শ্রাবন্তী সিনেমায় নিয়মিত। তবে তার কাজ নিয়ে সেভাবে আলোচনা-সমালোচনা হয় না। বরং ব্যক্তিজীবন নিয়ে নেটিজেনরা তাকে নিয়ে ট্রোল করেন। সেগুলো এ নায়িকার চোখ এড়ায় না, কিন্তু তা নিয়ে মাথা ঘামাতে চান না। নিজের কাজটাই করে যেতে চান।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেছেন, ‘আমার ভালো লাগে না। তারা আমাকে নিয়ে কথা বলে আনন্দ পাচ্ছেন। আমি বিনোদন জোগাচ্ছি! তা ছাড়া এইসব করে অনেকে রোজগারও করেন! বিশ্বাস করুন, আমার একটুও গায়ে লাগে না। আবার এমন অনেকেই রয়েছেন, যারা আমায় সমর্থনও করেন। সেটাও তো দেখা উচিত। আমি কাউকে জাজ করি না।’
এদিকে সিনেমায় ২৫ বছর পূর্ণ হয়েছে শ্রাবন্তীর। এই দীর্ঘ পথচলায় নিজের উপলব্ধি প্রসঙ্গে বলেন, ‘এতগুলো বছরের ক্যারিয়ার আমায় শিখিয়েছে ধৈর্য ধরতে। আর শিখেছি কোনো ব্যক্তিগত সমস্যাকে কখনও শুটিং ফ্লোরে আনা যাবে না। তাহলেই ক্যামেরা আমার মনে কী চলছে ধরে ফেলবে। নিজের সমস্যাকে গোপন করা খুব কঠিন। আবেগকে লুকিয়ে রাখা ভীষণ কঠিন।
সম্প্রতি ‘হাঙ্গামা ডটকম’ নামের একটি সিনেমায় কাজ করছেন শ্রাবন্তী। কয়েকদিন আগে হয়ে গেল মহরত। কমেডি ঘরানার এই ছবিতে আরও অভিনয় করছেন বনি, কৌশানি ও ওম। সূএ: ঢাকা পোস্ট