ছবি:সংগৃহীত
আগামীকাল ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের খেলার। প্রথম ম্যাচেই মাঠে নামবে গত বারের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এদিকে আসন্ন ২০২৩ বিশ্বকাপে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে গ্লোবাল অ্যাম্বাস্যাডর করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার আইসিসি জানিয়েছে, ২০২৩ বিশ্বকাপের জন্য ভারতের কিংবদন্তি ও ভারত-রত্ন শচীন টেন্ডুলকারকে গ্লোবাল অ্যাম্বাসেডর করা হয়েছে। বহুল কাঙ্ক্ষিত সব রেকর্ডে ৫০ ওভারের বিশ্বকাপ রাঙিয়েছেন এই মাস্টার ব্লাস্টার। বিশ্বকাপের পর্দা ওঠার আগে বিশ্বকাপ ট্রফি নিয়ে মূল মঞ্চে আসবেন শচীন এবং তিনি টুর্নামেন্ট উদ্বোধন করবেন।
এই মর্যাদা পেয়ে শচীন বলেন, ‘১৯৮৭-র বিশ্বকাপে বল বয় ছিলাম, সেখান থেকে ছয়টি বিশ্বকাপে দেশের হয়ে খেলেছি। ২০১১-র বিশ্বকাপ জয় আমার ক্যারিয়ারের গর্বের মুহূর্ত।’ তিনি আরও বলেন, ‘ভারতে অনেকগুলো দল ও খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবে। আমি উত্তেজিতভাবে এই দুর্দান্ত টুর্নামেন্টের জন্য অপেক্ষা করছি।’
‘বিশ্বকাপের মতো বড় ইভেন্ট নতুন প্রজন্মের মনে স্বপ্নের জন্ম দেয়। আমি আশা করি এই সংস্করণটিও তরুণদের মধ্যে খেলাধুলার দিকে এগিয়ে আসতে আগ্রহী করবে। তাদের নিজের দেশের সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব করতে অনুপ্রাণিত করবে।
শচীনসহ এই বিশ্বকাপে দেখা মিলবে, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স, ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক এয়ন মর্গ্যান, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন,নিউজিল্যান্ডের রস টেলর, পাকিস্তানের মহম্মদ হাফিজকে। ভারতের মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিতালি রাজও থাকবেন এই আয়োজনে।
বৃহস্পতিবার আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ১০টি ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ খেলা হবে, যা ১৯ নভেম্বর বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।