দিনাজপুরের বিরামপুর পৌর শহরে প্রকাশ্যে মাদক বিক্রিকালে মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ আবু সাঈদ (৩৫) ও হেলাল হোসেন (২৭) নামে দুই কারবারিকে আটক করেছে পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার রাত পৌনে ৮টারটার দিকে উপজেলার জোতবানী ইউনিয়নের কলুমক্ষেত্র গ্রাম থেকে আবু সাঈদ ও পৌর শহরের পূর্ব জগন্নাথপুর মহল্লা থেকে হেলাল হোসেনকে আটক করা হয়।
আটক আবু সাঈদ উপজেলার শওগুনখোলা গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং হেলাল হোসেন কলুমক্ষেত্র গ্রামের নছির উদ্দিনের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, রাতে উপজেলার কলুমক্ষেত্র ও পূর্ব জগন্নাথপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পাই। পরে সেখানে অভিযান চালানো হয়। এসময় কলুমক্ষেত্র গ্রামে নিজ বাড়ি থেকে ১১টি ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৫০ হাজার ৩৬০ টাকাসহ হেলাল হোসেনকে আটক করা হয়। একইদিন পূর্ব জগন্নাথপুর মহল্লায় মাদক বিক্রির সময় ১০টি ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ আবু সাঈদকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক আবু সাঈদ ও হেলাল হোসেনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা হয়েছে।