কোভিড পরবর্তী চ্যালেঞ্জ এবং পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক সংকটের কারণে সৃষ্ট প্রভাব মোকাবিলায় একসঙ্গে কাজ করতে বিমসটেক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকালে শ্রীলঙ্কার কলোম্বোতে অনুষ্ঠিত পঞ্চম বিমসটেক সম্মেলনে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
বঙ্গবন্ধুকন্যা বলেন, বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে সব দেশেই লাভবান হতে পারে।
সকলে কলম্বোতে শুরু হয়েছে বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোটের (বিমসটেক) পঞ্চম শীর্ষ সম্মেলন। বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড মিলিয়ে সাত-জাতীয় আঞ্চলিক সংস্থা এটি। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
সকালে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তার স্বাগত বক্তব্যের পর বিমসটেকভুক্ত সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা বক্তব্য দিতে শুরু করেন।
সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।
শেখ হাসিনা বলেন, শুল্কমুক্ত বাণিজ্যিক চুক্তি, দেশগুলোর মধ্যে বহুমাত্রিক যোগাযোগ এবং নির্ভরযোগ্য জ্বালানি চুক্তি বাস্তবায়নে বিমসটেকভুক্ত দেশগুলোকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
সম্মিলিত প্রচেষ্টা ত্বরান্বিত করতে এবং বিভিন্ন চ্যালেঞ্জের সাধারণ সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে বিমসটেক সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন তিনি। বিমসটেক ফোরামের ২৫ তম বার্ষিকীতে এ অঞ্চলের পূর্ণ সম্ভবনাকে কাজে লাগিয়ে টেকসই ও স্থিতিস্থাপক বঙ্গোপসাগর অঞ্চল পুনর্গঠনের জন্য একটি অভিন্ন কৌশল খোঁজার ওপর গুরুত্বারোপ করেন সরকারপ্রধান।