নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে একটি সিএনজিসহ বিদেশি মদ ও ফেনসিডিল জব্দ করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে মাইজদী কিরণ হোটেল মোড়ে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জেলা শহর মাইজদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় সুধারাম মডেল থানা পুলিশ। অভিযানকালে শহরের কিরন হোটেল মোড়ে একটি সিএনজির গতিরোধ করলে সিএনজি রেখে দ্রুত পালিয়ে যায় চালক। পরে ওই সিএনজিতে অভিযান চালিয়ে ২০টি বোতলে থাকা ১৫ লিটার বিদেশি মদ ও ৯৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য জব্দের ঘটনায় আটককৃত বিসমিল্লাহ পরিবহনের সিএনজি চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।