বগুড়ায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ সানোয়ার হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব ১২।
সোমবার ভোর ৫টায় বনানী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সানোয়ার পঞ্চগড়ের তেতুলিয়া ডাংগাপাড়া এলাকার হযরত আলীর ছেলে। সোমবার দুপুরে র্যাব-১২ বগুড়া কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহরাব হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টায় বনানী মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে অভিযান পরিচালনা করে সানোয়ার হোসেনকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, মোবাইল ও টাকাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।