বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এখন আগের চেয়ে অনেকবেশি দক্ষ, সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত বলে মন্তব্য করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
আজ সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় শাহাদত বরণকারী সেনাকর্মকর্তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনকালে তিনি এ কথা বলেন।
রাজধানীর পিলখানায় ১৩ বছর আগে আজকের দিনে সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের কিছু বিপথগামী সদস্যদের হাতে ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। দেশে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় সে ব্যবস্থা নিয়েছে সরকার।
এ ব্যাপারে মহাপরিচালক বলেন, অতীতের বিডিআর আর বর্তমানের বিজিবি এক নয়। ২০০৯ সালে এই হত্যাকাণ্ডের পরে বর্তমান সরকার বিডিআরকে সম্পূর্ণভাবে নতুন করে গঠন করেছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার এক যুগ পার হয়েছে।
তিনি আরও বলেন, ২০০৯ সালের ঘটনার পুনরাবৃত্তি যা আর না ঘটে, সে জন্য বিজিবি আইনকে যুগোপযোগী করা হয়েছে। এসব কারণেই বিজেপি এখন সামনের দিকে এগিয়ে যাবে। এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না।,