তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বিদ্যুৎ নিয়ে নানা কথা বলছে। যারা বিদ্যুৎ দেওয়ার কথা বলে শুধু খাম্বা বসিয়েছে, তাদের মুখে বিদ্যুৎ নিয়ে কথা বলা মানায় না। বিএনপির উচিত বিদ্যুৎ নিয়ে কথা না বলে আয়নায় নিজের মুখ দেখা।
আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে পৌঁছেছে। দেশের শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। এখন গ্রামের মানুষও এসি ব্যবহার করছে।
বিএনপির সমাবেশের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার বিএনপির সমাবেশে বাধা দেয়নি। আমরা চাই, বিএনপি নিয়ন্ত্রিত উপায়ে সমাবেশ করুক।
অতীত অভিজ্ঞতা কারণেই পরিবহন মালিকরা ধর্মঘট করেছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, যেহেতু অতীতে বিএনপি আন্দোলনের নামে বাস পুড়িয়েছে, লঞ্চ পুড়িয়েছে; সে কারণেই বরিশাল ও খুলনায় শ্রমিক মালিকরা বিএনপির সমাবেশের সময় তাদের যানবাহন রক্ষায় ধর্মঘট করেছে।
জামায়াতে ইসলামীর ভিন্ন নামে নিবন্ধন চাওয়ার বিষয়ে বলেন তথ্যমন্ত্রী বলেন, যেকোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করতে পারে। নিবন্ধন দেওয়া না দেওয়ার বিষয় কমিশনের। জামায়াতে ইসলামী যদি আবেদন দেয়, নিশ্চয়ই সেটি নজরে আসবে কমিশনের।